নিউজপিডিয়া ডেস্কঃ দুয়ারে বাংলার বিধানসভা নির্বাচন। এর আগেই কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে মমতাকে তীব্র কটাক্ষ অমিত শাহের। গত বার লোকসভা ভোটে তাঁদের জয় নিয়ে বলেন, “লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম রাজ্যে আমরা ২০ টির বেশি আসন জিতব। দিদি আমাদের বলেছিলেন আমরা নাকি শূন্য পাব। আজ উত্তরবঙ্গ থেকে রাজু সিং বিস্তা, নিশীথ প্রামাণিকরা সাংসদ হয়ে
গিয়েছেন।” বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের সভা থেকে ঘোষণা করেছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামেও প্রার্থী হবেন তিনি। আর এই নিয়েই অমিত শাহ মমতাকে কটাক্ষ করে বলেন, “দিদি লোকসভা নির্বাচনের আগে আমাদের শূন্য দিচ্ছিলেন, এখন নিজেই নিজের আসন খুঁজে বেড়াচ্ছেন। এখানে দাঁড়াবেন না ওখানে দাঁড়াবেন, এক জায়গায় লড়বেন না দু জায়গায় লড়বেন, বুঝে উঠতেই পারছেন না।”
এরপরই দর্শকের সামনে মমতা সরকারের ব্যর্থতা তুলে ধরেন। এবং এইবার লোকসভা নির্বাচনে তৃণমূল উৎখাত হবে বলে দাবি করেন। পরিবর্তনের ডাক দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্নও দেখান। রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন, আপনারা মমতা সরকারকে উপড়ে ফেলে দিন। ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে তুলব।” আরও বলেন, “একবার বিজেপিকে সুযোগ দিলে ৫ বছরের মধ্যে সোনার বাংলা উপহার দেব। বাংলাকে অনুপ্রবেশকারী থেকে মুক্ত করব, পাঁচ বছরের মধ্যে বাংলাকে গুন্ডা মুক্ত করব।” কেন্দ্রীয় সরকারের ‘কিষাণ সম্মান নিধি প্রকল্প’ নিয়েও নরেন্দ্র মোদীর ঘোষণা ফের টেনে বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রীসভার বৈঠকেই চালু হবে এই প্রকল্প। কৃষকদের বছরে ১২ হাজার টাকাও দেওয়া হবে। যা কিনা রাজ্য সরকার আটকে রেখেছে।