নিউজপিডিয়া ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করা নতুন কোনো বিষয় নয়। আইটি সেলের কর্মীদের পাশাপাশি ইদানীং তাবড়-তাবড় রাজনীতিবিদরাও ফেসবুকে টুইটারে নিয়মিত ফেক ছবি ছড়াচ্ছেন। এই তালিকা থেকে বাদ যান না বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিন দুয়েক আগেই একটি বিকৃত ভিডিও টুইটারে পোস্ট করেন। এনিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁর কড়া সমালোচনা করেন। মঙ্গলবার রাতে ফের ভুয়ো ছবি টুইট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মাঠে কয়েকজন কৃষক কাজ করছেন। তাঁদের সামনে ডাঁই করে রাখা কিছু ধান বীজ। সেখানে ইংরেজি ও হিন্দিতে লেখা বিজেপি, মোদিজি।
Picture taken from Puntor Village of Kumarganj assembly (Dakshin Dinajpur).
— Dilip Ghosh (@DilipGhoshBJP) October 6, 2020
Farmers of Bengal, extending their gratitude towards Hon’ble Prime Minister…#BJP4Farmers pic.twitter.com/K3yPEgqfvY
কৃষি বিলের সমর্থনে প্রচার করতে গিয়ে দিলীপ লেখেন, “দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের পুনতর গ্রামে ছবিটি তোলা হয়েছে। বাংলার কৃষকরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।”
কিন্তু নিউজপিডিয়া ফ্যাক্ট চেক টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়। আমরা দেখতে পাই ছবিটি আদতে বাংলার নয়। বিহারের ছবিকে বাংলার গ্রামের ছবি বলে টুইট করলেন দিলীপবাবু। আউটলুক পত্রিকা সম্প্রতি চাষবাস সংক্রান্ত বেশ কিছু ছবি প্রকাশ করে। এই ছবিটিও সেখানে ঠাঁই পেয়েছে। আউটলুক লিখেছে, ছবিটি আসলে বিহারের কাইমুর জেলায় তোলা হয়েছে।

এনিয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন দিলীপ বাবু। রাজীব চক্রবর্তী নামে একজন টুইটারে লিখেছেন, “দিলুদা, এইসব ভাট বকা এবার বন্ধ করুন – না হলে মুকুল রায় আপনাকে দল থেকে তাড়িয়ে দেবে … সবকিছু পোস্ট করার আগে একবার মুকুলদার সাথে আলোচনা করে নেবেন”।
তুষার কান্তি নাথ প্রশ্ন তুলেছেন “বাংলার চাষীরা কবে থেকে হিন্দিতে লেখা শুরু করলো?” শঙ্খজিৎ দে লিখেছেন, আবারো ফেক ছবি পোস্ট করেছেন???? এটা বিহারের ছবি, পশ্চিমবঙ্গের নয়! পশ্চিমবঙ্গের কৃষকরা মানুষের শত্রু বিজেপিকে ঘৃণা করে! একুশে জানতে পারবেন!”
আউটলুক পত্রিকার লিঙ্ক রইলো। https://www.outlookindia.com/photos/topic/paddy-field/107447