নিউজপিডিয়া ডেস্ক: দিলীপ ঘোষ একটা পাগল, তাঁর মানসিক রোগের চিকিৎসা করা দরকার। রবিবার দুপুরে হাবড়ার কলতান ভবনে হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সাংগঠনিক আলোচনা সভায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এই ভাবেই কটাক্ষ করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
আগামী বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে তৃণমূল ৩৩ টি আসনের মধ্যে ৩৩ টি আসনেই জিতবে বলে আশাবাদী এই জেলার তৃণমূল সভাপতি। তিনি বলেন, ব্যারাকপুরে তৃণমূল নেতার অফিসের সামনে বোমা মারা নিয়ে বলেন অর্জুন সিং কে ব্যারাকপুরের মানুষ ভোটে জিতিয়ে ভূল করেছে, ও মাস্তানি করছে, তৃণমূল নেতাদের দেখে দেখে বোম মারছে।
আমার বিধানসভা হাবড়ায় এই ধরনের নোংরামি নেই, যেকোন দলের মানুষ বলতে পারবে না,যে তৃণমূল মাস্তানি করছে বোমাবাজি করছে হাবড়া বিধানসভার কোন ব্যক্তি বলতে পারবে না। অথচ দেখুন বিজেপির সংসদ ব্যারাকপুর এলাকায় মস্তানি করছে। ধৈর্য ধরুন মানুষ এর যোগ্য জবাব দেবে।