রাহেন খন্দকার, দিনহাটা: জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারকে সংবর্ধনা দিল দিনহাটা মদনমোহন বাড়ি দুর্গা পূজা কমিটি। শুক্রবার দিনহাটা মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জিত ঘোষ, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মন্ডল, ডক্টর কল্লোল ব্যানার্জি। দিনহাটা মদনমোহন বাড়ি দুর্গা পূজা কমিটি সদস্য অসিত দাস, দীপক বৈধ, অমিত দাস প্রমুখ।
এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সারা জেলার বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে করোনা টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এর পরিমাণ আরো বাড়ানো হবে। তবে এই করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।