নিজস্ব সংবাদদাতা,দিনহাটা: আপার প্রাইমারীর শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছে, পরিক্ষায় উত্তীর্ণদের হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টার্ভিউ, প্রকাশিত হয়েছে মেরিট প্যানেল কিন্ত আজ অব্দি অজানা কারনে নিয়োগ করা হচ্ছে না চাকুরীপ্রার্থীদের। আর,এই নিয়োগের দাবীতেই গোটা রাজ্যর সমস্ত এমএলএ, এমপি সহ জনপ্রতিনিধিদের কাছে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরছেন তারা।
এদিন কোচবিহার জেলার দিনহাটা মহাকুমার আপার প্রাইমারী চাকুরীপ্রার্থীরা দিনহাটা বিধানসভার এমএলএ কে ডেপুটেশন জমা দিলো।
চাকুরীপ্রার্থীদের একজন এ বিষয়ে জানায়, আমরা দীর্ঘ ৭ বছর ধরে বঞ্চনার শিকার, আমাদের মেরিট লিস্টে নাম থাকার পরেও আমরা নিয়োগ হতে পারছি না,আমাদের নিয়োগের দাবীতে আমরা গোটা রাজ্যের ২৪০০০ আপার প্রাইমারী মেরিট প্যানেল ভুক্ত চাকুরীপ্রার্থীরা সমস্ত এমএলএ, এমপি দের ডেপুটেশন জমা দিচ্ছি।
ডেপুটেশন এর বিষয়ে বিধায়ক উদয়ন গুহ বলেছেন, আমার তো কিছু করার নেই, তবে তোমাদের সমস্যার কথাটা জানলাম, শুনলাম। এখন জায়গায় মতো তুলে ধরব, যাতে কাজটা তাড়াতাড়ি করা যায়।