রাহেন খন্দকার, দিনহাটা: জমি নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ছড়াল দিনহাটায়। সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের বাবু পাড়া এলাকায়। এই ঘটনায় ঝরনা চক্রবর্তী নামে এক বৃদ্ধা সহ দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ উভয়পক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
ঘটনার বিবরণে জানা গেছে, দিনহাটা শহরের বাবু পাড়া এলাকায় একটি জমির মালিকানা নিয়ে ঝরনা চক্রবর্তী ও কল্যাণ গাঙ্গুলীর অনেকদিন ধরেই গন্ডগোল চলেছিল। জানা যায় এ দিন ঝরনা চক্রবর্তী জমি দখল করতে গেলে কল্যাণ গাঙ্গুলী বাধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। ৭০ বছর বয়সি ঝরনা চক্রবর্তী নামে এক বৃদ্ধাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি এখন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে কল্যাণ গাঙ্গুলীও দিনহাটা মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ প্রসঙ্গে ঝরনা চক্রবর্তী বলেন, কল্যাণ গাঙ্গুলি ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। আমার মেয়ে বাধা দিতে গেলে তার জামা কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং লোহার রড দিয়ে আমার মেয়েকে বাড়ি দিতে যায়। সেই সময় আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লোহার রড দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাই, ওই অবস্থায় আমাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।
অপরদিকে কল্যাণ গাঙ্গুলী বলেন, ঝরনা চক্রবর্তীরা আমাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে। খবর পেয়ে আমরা বলতে গেলে ঝরনা চক্রবর্তী ও তার মেয়ে দা নিয়ে এগিয়ে আসে। সেই দা আটকাতে গিয়ে দায়ের আঘাতে আমার হাতের আঙ্গুল কেটে গিয়েছে।