সোমনাথ দত্ত,মালবাজার: রবিবার রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বরাইকের মাধ্যমে ডুয়ার্সের তিস্তা পারের প্রত্যন্ত সোনালী চাবাগানে রান্না করা খাদ্যদ্রব্য, মাস্ক, ছাতা, স্যানেটাইজার ও স্যানেটারি ন্যাপকিন দিয়ে সাহায্য করলো লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি, ম্যাগনাম ও ইন্ডিয়ান কনক্লেভ নামের দুই স্বেচ্ছাসেবী সংস্থা।
রবিবার ওই সংস্থার পক্ষ থেকে সোনালী চা বাগানে ত্রান বন্টন ও চিকিৎসা শিবির করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী বুলু চিক বরাইক। তিনি বলেন, “লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজ এই চা বাগানে ত্রান বন্টন ও চিকিৎসা শিবির করেছে। এই সংকট কালে এই ধরণের ত্রান বন্টন স্থানীয় দুস্থ বাসিন্দাদের উপকারে আসবে। এরপরই মন্ত্রী চাবাগানের বাসিন্দাদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।”
লায়ন্স ক্লাবের তরফে জনি আগারওয়াল বলেন, “আমাদের এই শিবিরের নাম প্রানধারা। বছরের বিভিন্ন সময় আমরা এভাবে প্রত্যন্ত এলাকায় ত্রান সামগ্রী বন্টন করে থাকি। আজ এখানে ৪৫০ টি পরিবারের হাতে খাদ্য ও অন্যান্য সামগ্রী বন্টন করা হয়েছে। এছাড়াও একজন দন্ত চিকিৎসক ও একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা শিবির করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা এখানে করা হবে। যাদের জটিল সমস্যা আছে তাদের শিলিগুড়িতে রেফার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিনা ছেত্রী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।