সরিফুল আলম, ফালাকাটাঃ গত প্রায় ৭ দিন ধরে ওরা যেনো নাওয়াখাওয়া ভুলতে বসেছেন। ওরা মানে ফালাকাটা ব্লকের ৯ মাইলের ” ইউথ ইন্ডিয়ান সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ” এর স্বেচ্ছাসেবকরা। তারা কখনো করোনা সচেতনতায় প্রচার, কখনো মাস্ক বিলি করছেন আবার সময় করে ওরা মুখ্যমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে বাজারে দাগ কেটে দিচ্ছেন। অর্গানাইজেশনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সচ্ছল ব্যাক্তিবর্গ। অর্গানাইজেশনটি যে সব কাজ করছে তার জন্য অর্থ তারা অনলাইনে সংগ্রহ করছে। পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে যে যা দিচ্ছেন তাই নিয়ে আসছে।
প্রায় প্রত্যেক দিন সময় করে গাড়ি নিয়ে দরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চাল, তেল, আলু, ডাল, সোয়াবিন থেকে শুরু করে মাস্ক ও সাবান। অর্গানাইজেশনের কনভেনর আজহার আলম বলেন, “স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলে অভুক্তদের মাঝে খাদ্য সামগ্রী যতটা পৌঁছানো যায় তার চেষ্টা করছি।” অর্গানাইজেশনের সম্পাদক বাপ্পা আহমেদ জানান, “লক ডাউনের জেরে অনেকের কাজ বন্ধ। তাই সাধ্যমতো তাদের পাশে দাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাই প্রত্যেকদিন পরিবারের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ানো হচ্ছে। চেষ্টা করছি কেউ যেনো গ্রামের অভুক্ত না থাকে।”
Good job