নিজস্ব সংবাদদাতা, মালবাজার: বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মঙ্গলবার মালবাজার শহরের সুভাষ মোড় এলাকায় মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ নং জাতীয় সড়কে চলাচলকারী পথচারী, চালক ও যাত্রীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়। পাশাপাশি করোনা নিয়ে সচেতনতা করা হয়। এদিনের অনুষ্ঠানে সংস্থার কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন মালবাজার থানার ট্রাফিক ওসি দেবজিৎ বোস, এএসআই ফারুক আলম সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
সংস্থার সচিব স্বরূপ মিত্র বলেন, “করোনা সংক্রমণ এখনো শেষ হয় নি। তবুও দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ কোভিড স্বাস্থ্য বিধি মানছেন না। মাক্স ব্যবহার করছেন না অনেকেই। আজ বিশ্ব শান্তি দিবস উপলক্ষে তাই আমরা মাক্সহীন পথিচারীদের মাক্স বিতরণ করে চকলেট দিয়ে করোনার বিপদ সম্পর্কে সচেতনতা করা হয়েছে”।
ট্রাফিক ওসি দেবজিৎ বাবু বলেন, “আমরা এখনো করোনার বিপদ থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত নই। সেকারণে সকলকেই স্বাস্থ্য বিধি মেনে রাস্তায় চলাচল করা উচিত। পাশাপাশি রাস্তায় চলাচলের ক্ষেত্রে ট্রাফিক নিয়ম মেনে চলা দরকার। এতে পথ দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব”।