অপু দেবনাথ, হলদিবাড়ি: আজ ২৫ শে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে হলদিবাড়ি সায়েন্স এন্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে হলদিবাড়ি রবীন্দ্রভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে। ও তারপর দুঃস্থ শিশুদের মধ্যে থালা ও মাস্ক বিতরণ করে। এই দিন উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কৌশিক নিয়োগী , কালচারাল সেক্রেটারি দিব্যেন্দু নাগ , সদস্য – গৌতম দাস , জেনকিনস রায় , সুদীপ্ত সরকার, তীর্থ রাজ মজুমদার , সুমন সরকার , কৌশিক বর্মন প্রমুখ। এছাড়াও করোনা মহামারী পরিস্থিতির কারণে বাড়িতে বসেই নৃত্য , সঙ্গীত , আবৃত্তি আরও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে অনলাইনের মাধ্যমে অরগানাইজেশন এর পেজে।
