বিহির আলম,কোচবিহার : জেলায় প্রতিনিয়ত বাড়ছে করোনার সংখ্যা, এই কঠিন সময়ে স্বাস্থ্য কর্মীদের সাথে সাথে প্রশাসনের সাথে সাথে জোর কদমে সামনের সারিতে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে চলছে জেলার সিভিক ভলেন্টিয়ার বাহিনী। আর, তাদের কাজের প্রতি আরো একাগ্রতার জন্য আজ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ জেলা হাসপাতালে সিভিকদের হাতে দেওয়া হয় মাস্ক, ইমিউনিটি বৃদ্ধির জন্য দেওয়া হয় চ্যবনপ্রাশ। সেই সাথে গরম জলে গলা বার বার ভেজানোর জন্য থার্মোফ্লাক্স।
এই মাস্ক ও থার্মোফ্লাক্স দানে সহায়তা করেছেন রাজ্যর অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়। জেলা পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর মহাশয় এর অনুরোধে সিভিক বাহিনীর জন্য তিনি দিলেন তিন হাজার থার্মোফ্লাক্স। আজ পুলিশ হাসপাতালে তিনি নিজে এসে বিতরণ করলেন। বিতরণী শেষে তিনি বক্তব্যে সবাইকে মনে করালেন স্বাস্থ্য সচেতনতার কথা। কোচবিহার জেলা পুলিশ পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ জানানো এই মহানুভবতার জন্য।