
মনিরুল ইসলাম রাজী, হরিশ্চন্দ্রপুর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার চিথোলিয়া গ্রামে গরিব-দুঃস্থদের চাল, আলু বিতরণ করা হল। প্রধাণতঃ স্থানীয় পার্শ্ব শিক্ষক হরিপদ ঘোষের উদ্যোগে আজ প্রায় ৫০ টি পরিবারকে দেওয়া হল সাহায্য। এই কাজে তাঁকে সাহায্য করে গ্রামের যুবকরা। এই দুর্দিনে হরিপদ বাবুর এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে। তাঁর কথায়, “সকলের তরে সকলে আমরা…. এই বার্তা দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”