রবিউল হোসেন: নিজের খামখেয়ালিপনা ও পাগলামির কারণে স্ত্রী সহ করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনার কারণে চলতে থাকা লক ডাউনে তিনি সামাজিক দূরত্বের নির্দেশ অমান্য করে টেনিস টুর্নামেন্ট চালানো, পার্টি করা, ফুটবল খেলা, বাস্কেটবল খেলা, নাইট ক্লাবে গিয়ে খেলায়াড়দের সঙ্গে নাচানাচি করাসহ অনেক কিছু করেছেন। জানা যাচ্ছে যে, তার উদ্যোগে আয়োজিত টেনিস টুর্নামেন্টে অংশগ্রহনকারীদের মধ্যে জকোভিচসহ মোট ৬ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
তবে তিনি যে করোনা আক্রান্ত সে খবরটি জকোভিচ নিজেই জানিয়েছেন। তিনি জানান করোনা আক্রান্ত হলেও তার মধ্যে করোনার কোনো প্রকার উপসর্গই ছিল না। তিনি আরও জানিয়েছেন যে, তার দলের খেলোয়াড়দের করোনা পজেটিভ রিপোর্ট আসলে নিতান্তই সন্দেহের বশে তিনি তার করোনা পরীক্ষা করেন। আর পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় এই প্রাণঘাতী মারন ভাইরাস তিনি নিজেও বহন করে ঘুরছেন।
উল্লেখ্য যে, কিছুদিন আগেই করোনা সংক্রান্ত ব্যাপার নিয়ে বিতর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন জকোভিচ। গোটা বিশ্বের তাবর তাবর দেশ যখন করোনা প্রতিষেধক পাওয়ার অপেক্ষায়, ঠিক সেই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন প্রতিষেধক আসলেও তিনি নিজের দেহে প্রয়োগ করবেন না।