উজির আলী, মালদা: আজ বৃহস্পতিবার পয়লা জুলাই চিকিৎসক দিবস। সকাল সকাল মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল হাজির হলেন মহকুমা শাসক। চিকিৎসক দিবস উপলক্ষে হাসপাতালে সমস্ত কর্তব্য রত চিকিৎসকদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল।
পাশাপাশি চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের যুবকের তরফে সেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের গোলাপ পেন চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন। টিএমসিপির রকি,বাবু সরকার,জালাল সেখ ও রিন্টু সেখরা কর্তব্যরত চিকিৎসদের শুভেচ্ছা জ্ঞাপণ করেন।
উল্লেখ্য,করোনাভাইরাস অতিমারী পরিস্থিতি প্রথম সারির যোদ্ধা চিকিৎসকেরা। ত্রাতার ভূমিকায় যাঁরা অবতীর্ণ,তাঁরা হলেন চিকিৎসককূল।আর এই মারণ ভাইরাসের বিরুদ্ধে মানুষের পরিত্রাণের জন্য যাঁরা দিবারাত্র কাজ করছেন তাঁদের কুর্ণিশ জানাতে এবারের জাতীয় চিকিৎসক দিবসের দিনটি তাৎপর্য আরও বেশি।
কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানাতে প্রথমবার উদযাপন করা হয় ডক্টর্স ডে। চিকিৎসাক্ষেত্রে তাঁর অবদানকে স্বীকৃতি দিতে এই দিনটি প্রথমবার পালন করা হয়। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চিকিৎসক বিধানচন্দ্র রায়। ১৮৮২-তে ১ জুলাই তাঁর জন্ম হয়েছিল। আর তাঁর মৃত্যু হয়েছিল ১ জুলাই, ১৯৬২। ভারতের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান ভারতরত্নেও ভূষিত করা হয়েছিল তাঁকে। ১৯৯১-তে কেন্দ্র সরকার ডক্টর্স ডে-র সূচনা করে। প্রতিবছরের মতো এই দিনটি চিকিৎসকদের।