নিউজপিডিয়া ডেস্ক: এক চিকিৎসকের মৃতের সুইসাইড নোটে দিল্লির শাসক দলের বিধায়কের নাম থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আপ বিধায়ক প্রকাশ জারোয়াল ও তাঁর সহযোগী কপিল নাগর। গ্রেফতারি এড়াতে শাসক দলের ওই বিধায়ক আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
মৃত চিকিৎসকের ছেলে বাবার মৃত্যুর জন্য ওই দুজনের নামে পুলিশে এফআইআর করেন। জানা গেছে, মৃত ওই চিকিৎসক সুইসাইড নোটে লিখেছিলেন, আপ বিধায়ক জারওয়াল প্রতিদিন আমার থেকে তোলা চেয়ে হুমকি দিতেন। ১৮ এপ্রিল আবাসনে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশকে মৃত চিকিৎসকের ছেলে বলেন, “আমার বাবার একটা ক্লিনিক ছিল। সেইসঙ্গে দিল্লি জল বোর্ডের সঙ্গে চুক্তিভিত্তিতে উনি এলাকায় ২০০৭ সাল থেকে জল সরবরাহ করতেন। দিল্লি পুলিশ তদন্তের জন্য অভিযুক্ত বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য দুই বার ডেকে পাঠানো হলেও তা উপেক্ষা করেন তিনি। সেই কারণে বৃহস্পতিবার দিল্লি পুলিশ অভিযুক্ত বিধায়কের বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ জানিয়েছে, ওই বিধায়ক ১৯ এপ্রিল থেকে পলাতক ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং তোলা আদায়ের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদিকে অভিযুক্ত বিধায়ক নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন এবং বলেন শেষ ১০ মাস তিনি ওই চিকিৎসকের সঙ্গে কোন কথাই বলেননি।
সংবাদ সংস্থা এএনআইকে ওই বিধায়ক বলেছিলেন, “সংবাদ মাধ্যম থেকে ওই চিকিৎসকের আত্মহত্যার বিষয়টি জেনেছি। ওই চিকিৎসক সুইসাইড নোট আমার নামে উল্লেখ করেছেন। আমি সম্পূর্ণ নির্দোষ। আর গত প্রায় ১০ মাস আমি ওই চিকিৎসকের সঙ্গে কোনও কথাই বলিনি।”