মেটেলী, ১৭ জুলাই: মেটেলী বাজারে ফের করোনার হদিস পাওয়া গেল। জানা যায়, আক্রান্ত ওই যুবক মালবাজারের ইলেক্ট্রি অফিসের কর্মী। বুধবার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ওই ব্যক্তির লালা পরিক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।
ওই ব্যক্তি মেটেলীর টিচারস কলোনীর বাসিন্দা। খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেটেলী জুড়ে।
স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তি মেটেলীতে একাধিক ব্যক্তির সংস্পর্শে এসেছেন। লালার নমুনা দিয়ে আসার পরও ওই ব্যক্তি মেটেলীতে এসেছিলেন। এমনকি রিপোর্ট পজিটিভ আসার পরও বাড়িতে এসেছেন বলে জানা যায়। এবং নিজেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েছেন। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ির সারি হাসপাতালে।
তবে, ওই ব্যক্তির বাড়ির এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।