
ডিজিটাল ডেস্ক, মাহাবুব হোসেনঃ সেন্ট্রাল অফিসের কর্মকর্তাদের সঙ্গে সান্ধ্যকালীন আলোচনায় দলীয় নেতাদের উদ্দেশ্যে বিজেপি প্রেসিডেন্ট জয়প্রকাশ নাড্ডা করোনা ভাইরাস নিয়ে ধর্মীয় মেরুকরণ না করার নির্দেশ দেন।
তিনি বলেন, “এক দিকে আমাদের উপর এমনিতেই দেশ পরিচালনার একটা দায়িত্ববোধ আছে । ভাইরাস এবং এই রোগ এমনিতেই গোটা পৃথিবীর মানুষকে ভয়ার্ত করে তুলেছে সমস্ত বিশ্বাসকে, কাউকে কোনো বিদ্বেষমূলক বিবৃতি ও মন্তব্য করতে হবে না।”
তিনি আরো যোগ করেন “কেউ যেন এটার ধর্মীয় মেরুকরণ না করে । যদি মাইনরিটি কমিউনিটি এর নেতারা কিছু বলতে চায় তারা বলতে পারে । আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে।”
এটা সত্যি যে পার্টি সমর্থকেরা, বিশেষ করে সোশাল মিডিয়া গুলোতে বিষয়টাকে ‘করোনা জিহাদ’, ‘মারকাজ প্ররোচনা’ রূপে প্রচার করেছে ।
বিজেপি আইটি সেল এর প্রধান অমিত মালভ্য, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি , গোয়া মুখ্যমন্ত্রীরাও নিজামুদ্দিন ফেরতদের করোনা আক্রান্ত হওয়া নিয়ে টিপ্পনী করেছেন ।
নাড্ডার মিটিংএ পার্টি একটা অবস্থান নিচ্ছে, “যুক্তফ্রন্ট”গঠন করে করোনা বিরুদ্ধে লড়াইয়ের।
বিভিন্ন রাজ্য সরকার তাদের পদক্ষেপ ও নির্দেশাবলী কে সাপোর্ট করতে বলছে বিরোধ করার পরিবর্তে । যেমনটা কেরালায় তাদের তিক্ত প্রতিবন্ধী থাকলেও সেখানকার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে সিপিএম সরকারের সাথে সহযোগিতা করার ।
এই মেরুকরণ শুরু হয়েছে সিটিজেনশিপ আমান্ডমেন্ট অ্যাক্ট এর বিরোধিতা , ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এবং দিল্লিতে সংঘটিত দাঙ্গা এর সময় থেকে, যে সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদেশে এসেছিলেন । এতে ভারতের ভাবমূর্তি বিশ্ব বাজারে অনেকটাই খারাপ হয়েছে।
বিজেপি সভাপতি বলেন, মানব সংকটের এই সময়কে আর কোনো ধর্মীয় ও রাজনৈতিক মেরুকরণ দেওয়া হবে না ।