হাসানুর হোসেন, দিনহাটা: মানুষ চেনা যায় তার কর্মেই। লকডাউনের শুরুর সময় থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ডঃ অজয় মন্ডল। দুঃস্থদের ভালোবাসা পেতে তাদের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
করোনার করাল থাবায় অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়া দিনহাটার ৯ নং ওয়ার্ডের যৌনপল্লীতে বসবাসকারী ১২০ টি পরিবার, যারা লকডাউনের দরুন কর্মহীন হয়ে পড়ায় অসহায় ভাবে দিন কাটাচ্ছিল। তাদেরকে ডা: অজয় মন্ডলের টিমের তরফ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল , ডাল, আলু, তেল, সোয়াবিন, মুড়ি ও ডিম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রতন সাহা, রনদীপ বোস, চয়ন চন্দ, ওয়ার্ড কাউন্সিলার বিশ্বজিৎ সাহা ও অন্যান্য সদস্য বৃন্দ।
টিমের সদস্য আজিজুল হক নিউজপিডিয়াকে জানান, “কিছু দিন আগেও ডঃ অজয় মন্ডলের পক্ষ থেকে নিষিদ্ধ পল্লীতে বাচ্চাদের খাওয়ার দুধ দেওয়া হয়। আজ আবার লকডাউনের জেরে রুটি রুজি বন্ধ হওয়া ১২০ টি পরিবারকে ডাক্তার বাবুর সামর্থ মতো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। ডঃ অজয় মন্ডল দিনহাটাবাসী নয়, তা সত্বেও যে ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে যুক্ত থাকতে পেরে আমি একজন সাধারণ দিনহাটাবাসী হিসাবে গর্ববোধ করি এবং ওনার সার্বিক সাফল্য কামনা করি।”