আব্দুল ওহাব, গাজোল: দেশের সংবিধান রচয়িতা ভারত রত্ন প্রয়াত ড: বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্ম দিবস পালন করেন সারাদেশে সঙ্গে এদিন গাজোলে ও নমঃ শূদ্র কল্যান সমিতির উদ্যোগে গাজোলের এক বেসরকারি ভবনের সামনে ড: বি আর আম্বেদকর এর প্রতি ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান।
এর পাশাপাশি কদুবাড়ি গৌতম বুদ্ধ একাডেমির পক্ষ থেকেও ডঃ বি আর আম্বেদকর জন্মদিন উপলক্ষে টোটোর মাধ্যম দিযে একটি র্যালি করে থাকেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নমঃশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক হরিপদ বিশ্বাস ব্লক সভাপতি মেঘলাল মন্ডল থেকে শুরু করে আরো অনেকেই উপস্থিত ছিলেন ।