সোমনাথ দত্ত, মালবাজার: মালবাজার শহরের ৫নং ওয়ার্ডের নেতাজি কলোনী এলাকায় পানীয় জলের পাইপ লাইন ফেটে সমস্যা তৈরী হয়েছে। এলাকার অনেক বাড়িতেই পানীয় জল সরবরাহ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিঠু মুখার্জী সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সরব হয়েছেন। তিনি বলেন, “পুরসভার আধিকারিক সহ সকলকে সমস্যার বিষয়টি জানানো হয়েছে। সমস্যার সমাধান দ্রুত করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকার বাসিন্দাদের স্বার্থে দুটি জলের ট্যাংক এলাকার দুটি জায়গায় রাখতে অনুরোধ জানিয়েছিলাম। একটি জলের ট্যাংক এসেছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন দারুন সমস্যায় পড়েছেন। এলাকার বাসিন্দা আনন্দ মোহন চক্রবর্তী বলেন, “পুরসভার প্রদেয় পানীয় জলের ওপরে আমরা নির্ভরশীল। গত সোমবার বিকেল থেকে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। যে জায়গায় পাইপ ফেটেছে সেই রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে। এলাকার মানুষজন দ্রুত পাইপ মেরামতির দাবী জানিয়েছেন।”