
ফিরোজ হক: করোনা মোকাবিলার জন্য সারা দেশ জুড়ে চলছে লকডাউন। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া প্রচুর পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতেও কিছু ব্যক্তি গোপনে নেশাদ্রব্যের কারবার করে চলেছেন। সেই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল হওয়ার পর দুজন ব্যক্তিকে আটক করল পুলিশ।
উল্লেখিত ঘটনাটি ঘটেছে গুজরাটের মোরবি শহরে। সোশ্যাল মিডিয়া মারফত ড্রোনে করে পানমশলা সরবরাহ করার ভিডিয়োটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়।
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি টিকটক ভিডিয়োতে দেখা যায় যে,ছাদে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে ধীরে ধীরে একটি ড্রোন উড়ে আসছে। ড্রোনটি কাছে আসতেই দেখা গেল ড্রোনে বাঁধা রয়েছে পানমশলার প্যাকেট।
আলোচ্য ঘটনার পর পুলিশ তদন্তে নেমে দুই ব্যক্তিকে আটক করেছে বলে জানা যায়।