নিউজপিডিয়া ডেস্ক: দিল্লী শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি (ডিএসজিএমসি) গুরু হার কিষান সাহেব জি এর ‘প্রকাশ পুরাব’ করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে।
ডিএসজিএমসির সভাপতি মনজিন্দর সিং সিরসা গণমাধ্যমকে বলেন, “জাতীয় রাজধানীর বিভিন্ন স্থানে মোট ১২ টি অ্যাম্বুলেন্স স্থাপন করা হবে। আগামী দিনগুলিতে আমরা আরও অ্যাম্বুলেন্স সরবরাহ করব। বর্তমানে ১২টি অ্যাম্বুলেন্স সমস্ত সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। করোনার বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত এই পরিষেবা উপলব্ধ থাকবে।”
তিনি আরও বলেন, “পরিষেবা পেতে দরিদ্র লোকেরা কাছাকাছি গুরুদ্বারগুলিতেও যোগাযোগ করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের এ সম্পর্কিত তথ্যগুলি সরবরাহ করেছি। ড্রাইভার এবং ওয়ার্ড ছেলেরা পিপিই পরে পরিষেবা প্রদান করবে। অ্যাম্বুলেন্স পরিষেবা বিনামূল্যে ২৪×৭ উপলব্ধ থাকবে।
দিল্লী সরকার জানিয়েছে, মঙ্গলবার মোট ১,৬০৬টি নতুন কেশ শনাক্ত করা হয়েছে। ১,৯২৪ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। জাতীয় রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১,১৫,৩৪৬ জন। সুস্থ হওয়ার সংখ্যা ৯৩,২৩৬ জন এবং ৩,৪৪৬ জনের মৃত্যু হয়েছে।