
দি থার্ড আই ডেস্ক: এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। করোনা প্রতিরোধে চলছে লকডাউন। এমন সময় ছেলে রেশন আনার নাম করে বাইরে যায়। যখন বাড়ি ফিরল, তখন ছেলে একা নয় একবারে বৌ নিয়ে হাজির বাড়িতে! এটা দেখে তো মায়ের চক্ষু ছানাবড়া। ওই যুবক নিজের বান্ধবীকে বিয়ে করে বাড়ি নিয়ে আসলে ছেলের মা তাদের বাড়িতে ঢুকতে দেবেন না বলে জানিয়ে দেন। এরপর মামলা গিয়ে পৌঁছায় গাজিয়াবাদ থানায়! কনে বিয়ের শাড়িতেই থানায়, সেখানে ছেলের মা’ও হাজির। আর পরিস্কার জানিয়ে দেন যে, লকডাউন অমান্য করা ছেলেকে তিনি বাড়িতে ঢুকাবেন না। পুলিশ জানায়, এদের বিয়ে হওয়ার কোন প্রমাণ নেই। যদিও যুবক বলছে তারা মন্দিরে বিয়ে করেছে। ওই যুবক নাকি একমাস আগেও ওই মেয়েকে হরিদ্বারে বিয়ে করে, কিন্তু সেটারও কোন প্রমাণ নেই।
পারিবারিক এই ঘটনায় থানার পুলিশও হতভম্ব হয়ে যায়। যুবকের মা’কে অনেক বোঝানোর পরেও পুলিশ ব্যর্থ হয়। তখন পুলিশের সাহায্যে নব দম্পতি আপাতত একটি হোটেলে রয়েছে। যুবকের মায়ের স্পষ্ট বক্তব্য, লকডাউন শেষ না হলে তারা যেন বাড়ি ফিরে না আসে।