নিউজপিডিয়া ডেস্ক : লকডাউনের মাঝে আবারও ভূকম্পন অনুভূত হল দেশের রাজধানী দিল্লীতে। এই নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো কেঁপে উঠল দেশের রাজধানী। করোনার মাঝেই বারবার ভূমিকম্পের ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে দিল্লীতে।
শুধু মে মাসেই এই নিয়ে ২ বার ভূমিকম্প হল দিল্লীতে। শুক্রবার সকাল ১১টা ২৮ মিনিট নাগাদ ঘটা ভূমিকম্পের তীব্রতা ছিল ২.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরপশ্চিম দিল্লির পিতামপুরা এলাকা। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল মৃদু।
প্রসঙ্গত, মে মাসের শুরুতে উত্তর-পূর্ব দিল্লীর ওয়াজিরপুরে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে ১২ ও ১৩ এপ্রিল প্রায় একই এলাকায় ভূমিকম্প হয়েছিল ৩.৫ এবং ২.৭ মাত্রার।