নিউজপিডিয়া ডেস্ক: করোনা আবহে সাম্প্রতিক সময়ে ভূমিকম্প অনুভূত হচ্ছে ঘন ঘন। বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাত এবং হিমাচল প্রদেশ।
এদিন সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ গুজরাটের রাজকোটে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। রাজকোট ছাড়াও আমরেলি, জুনাগড় সহ একাধিক জেলায় ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রাণ রক্ষার তাগিদে অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজকোটের ২২ কিমি দক্ষিণ পশ্চিমে। এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল গুজরাতে।
অপর ভূমিকম্প অনুভূত হয়েছে হিমাচল প্রদেশের উনা। ২.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে ভোর ৪.৪৭ মিনিট নাগাদ।
এদিন ভূমিকম্প হয় পূর্ব ভারতের অসমেও। করিমগঞ্জে ভূমিকম্প হয় সকাল ৭.৫৭ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। স্বল্প মাত্রার ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।