
সৌমেন সেন, এগরা : হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানালেই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরি-১ ব্লক এলাকায় কোন পরিবার। যাতে লকডাউনে খাদ্য সঙ্কট না পড়েন তার জন্য এই অভিনব উদ্যোগ নিলো ব্লক প্রশাসন। খেজুরি-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল পাত্র জানিয়েছেন, লকডাউনের জেরে খাদ্যাভাবে ভুগতে পারেন খেজুরি-১ ব্লক এলাকার প্রান্তিক কিছু পরিবার। কিন্তু খাদ্যের কোনওরকম ঘাটতি রাখতে নারাজ ব্লক প্রশাসন। খাদ্য সঙ্কটে আছেন বলে ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষের কাছে হোয়াটসঅ্যাপ করলেই প্রশাসন তৎপর হয়ে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে খাদ্য সঙ্কটে পড়া পরিবারগুলির হাতে।
মঙ্গলবার থেকে এমন অভিনব হোয়াটস অ্যাপ কলিং পদ্ধতিতে ব্লক এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। হোয়াটস অ্যাপ কলিং প্রকল্প ছাড়াও খেজুরি-১ ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার প্রায় তিনশোর বেশি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলেও নির্মলবাবু জানিয়েছেন। খাদ্য সামগ্রী হিসেবে ৩ কেজি চাল, ২কেজি আলু, ৫০০গ্রাম ডাল, সর্ষে তেলের হাফ লিটারের পাউচ, বিস্কুটের প্যাকেট, সাবান ও মাস্ক তুলে দেওয়া হয়েছে এবং আগামীদিনে আরও দেওয়া হবে বলেও পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল পাত্র জানিয়েছেন ।