
দ্য থার্ড আই ডেস্ক : বিশ্বে করোনা দাপট জারি রয়েছে, জারি রয়েছে লকডাউন। অস্তমিত হতে চলেছে অর্থনীতি, দ্রুত এগিয়ে চলেছে বেকারত্ব। গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে বেকারত্ব বৃদ্ধির হার ২৩%। এত পরিবর্তনের মাঝেও পরিবর্তন হয়নি উচ্চ প্রাথমিকে নিয়োগের গতির। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র পাননি হবু শিক্ষকেরা। দীর্ঘ চলার পথে তাদেরও বেড়েছে হতাশা, উদ্বেগ, বেড়েছে ক্ষোভ। খোদ শিক্ষা মন্ত্রীর ফেসবুক ওয়ালে গিয়ে নিজেদের দীর্ঘদিনের জমা ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নিয়োগ প্রার্থীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন শিক্ষামন্ত্রী নিজেই!
দীর্ঘ মামলার জটে আটকে রয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা ঝুলে রয়েছে। অনিয়ম, মামলা, করোনা মহামারি সবমিলিয়ে ভারাক্রান্ত নিয়োগ প্রক্রিয়া। তাই নিয়োগ প্রার্থীরা অভিনব পন্থায় শিক্ষা মন্ত্রীর ফেসবুক ওয়ালে নিজেদের চেপে রাখা ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে লিখেন, “আপনারা অনেকেই আমার গুরুত্বপূর্ণ বিষয় পোস্টের পর অন্য বিষয়ে মতামত দিচ্ছেন। আপার প্রাইমারী নিয়ে জানাই, বিষয়টি বিচারাধীন থাকায় এই মুহূর্তে সমাধান সম্ভব নয়। অতিথি শিক্ষকদের বিষয় ভেরিফিকেশন এগোনোর পর বর্তমান সময়ে আটকে পড়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষের নিয়োগদের ভাতা দেওয়া হচ্ছে। সঙ্কট কেটে গেলেই এ বিষয়ে সমাধান সূত্র বের হবে। সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন।”
শিক্ষামন্ত্রীর মন্তব্যে প্রার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকের আশা, সঙ্কট নিরসনে আদালত ছাড়পত্র দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।