নিউজপিডিয়া ডেস্কঃ রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দিরের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ শুরু করা হল। নিখরচায় বেকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে এই প্রয়াস। রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে, “অবিবাহিত বেকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দিরে ১৫ মে ২০২১ হতে ১০ মাসের আবাসিক প্রশিক্ষণ শুরু হবে- প্রাণী পালন ও প্রাথমিক চিকিৎসা, হাঁস মুরগি ও ছাগল পালন, মৎস্য চাষ ও কৃত্রিম প্রজনন উদ্যানবিদ্যা, কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মাশরুম চাষ, মৌমাছি পালন, খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ (জ্যাম জেলি মধু স্কোয়াশ আচার ইত্যাদি ) সমাজবিদ্যা কৃষি ও সংশ্লিষ্ট বিষয় (বীজ উৎপাদন মাটি পরীক্ষা কেঁচো স্যার ইত্যাদি) রঙ্গিন মাছ চাষ, বিদেশি পাখি পালন ইত্যাদির বৃত্তিমূলক প্রয়াস। প্রশিক্ষণটি হবে রামকৃষ্ণ মিশন, নাবার্ড এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে। কৃষক পরিবারে প্রার্থীরা অগ্রাধিকার পাবে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত প্রার্থীদের ব্যাংক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে।” এছাড়া আরও বিস্তারিত বিবরণের জন্য https://www.rkmsssm.org এই ওয়েবসাইটটি চেক করে নিতে বলা হয়েছে।
এই প্রশিক্ষণে অংশ নিতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠান অফিস থেকে সরাসরি এই আবেদন পত্র পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২১।