নিউজপিডিয়া ডেস্ক: কেরলের মুসলিম সম্প্রদায় আজ শুক্রবার কোভিড -১৯ মহামারীতে কোরবানি ঈদ উদযাপন করে, সরকার কর্তৃক নির্ধারিত কঠোর স্বাস্থ্য প্রোটোকলকে অনুসরণ করে। নির্দেশিকা অনুযায়ী, বড় মসজিদে ১০০ জনকে অনুমতি দেওয়া হবে, তবে প্রত্যকেই মাস্কগুলি পরা এবং স্যানিটাজারের ব্যবহার করে সামাজিক দূরত্ব মানার নিয়ম সহ কঠোর স্বাস্থ্য প্রোটোকলগুলি অনুসরণ করতে হবে।
কেরলের সরকার কোরবানি ঈদ নিয়ে মসজিদগুলিতে যে নির্দেশিকা জারী করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে কন্টেনমেন্ট অঞ্চলের মানুষকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, করোনার এই মহামারীর কারণে এই বছরের জন্য কোথাও বড় জমায়েত অনুমোদিত হয়নি। লোকেরা মালাপুরামের একটি মসজিদে নামাজ আদায় করে কেরাল আজকের দিনে ঈদ-উল-আয্হা উদযাপন করে।
কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ান ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইটে ঘোষণা করেছেন যে, “করোনা আবহে, আজকের দিনে মসজিদে প্রার্থনা করা যেতে পারে, একটি সীমিত সংখ্যক মানুষের সাথে।”
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যটির রাজ্যপালও।কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান সব কেরালবাসীদের মঙ্গলকামনা করে টুইট করেন “কোরবানি ঈদ, যা সবার জন্য কল্যাণকর হতে পারে,আর এই মহামারী থেকে বাঁচার জন্য সবার ভালোবাসা, একাগ্রতা ও সমর্থন এখন খুবই জরুরী।”