নিউজপিডিয়া ডেস্কঃ সোমবার লোকসভায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র ভাষণে আপ্লুত বিশ্ব ব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। টুইটে মহুয়ার সেদিনের ভাষণের পুরো বক্তব্য শেয়ার করে লিখলেন, “কৃষি আইন, পরিযায়ী শ্রমিক এবং আর্থিক বৃদ্ধি নিয়ে মহুয়ার বক্তব্য মর্মস্পর্শী। এই ভাষণ সারা বিশ্বের সেরা সংসদীয় বক্তব্যের মধ্যে অন্যতম বলে গণ্য হবে।” তাঁর এই টুইট থেকে এটা নিতান্তই স্পষ্ট যে তিনি তাঁর ভাষণে যথেষ্টই উচ্ছসিত।
লোকসভায় সেদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া কৃষক আন্দোলন প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, “কৃষকদের জন্য এক জন মন্ত্রীও নিযুক্ত করা হয়নি। যাঁরা ৯০ দিন অনশন করছেন, তাঁদের খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য ও অন্যান্য ব্যবস্থা দেখার জন্য এক জন মন্ত্রীও নিয়োগ করা হল না। অথচ সুইডেনের খুদে পরিবেশ আন্দোলনকর্মী বা আমেরিকার পপ স্টারের প্রতিক্রিয়ায় সরকারি ভাবে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় বিদেশমন্ত্রক।” এখানেই থেমে থাকেন নি, CAA ও NRC নিয়েও মোদি সরকারকে তীব্র আক্রমন করেন। তাঁর কথায়, “আইন পাশ হল। দেশে বহু বছর ধরে বসবাস করা নাগরিকরা সঙ্কটের মুখে। অথচ সেই আইন প্রয়োগ করার জন্য ২০২০ সালের ডিসেম্বর পর্যন্তও প্রস্তুত নয় সরকার। আর প্রশ্ন করলে বলছে, কাগজ নেহি দিখায়েঙ্গে।”
এদিন মহুয়ার বক্তব্যের মধ্যে কৃষি থেকে পরিযায়ী শ্রমিক সব কিছুই উঠে এসেছে। দেশের অর্থনীতির ভগ্ন অবস্থা নিয়েও আক্রমনাত্মক ছিলেন মহুয়া। পেট্রোল, ডিজেলের ক্রমাগত দাম বৃদ্ধি থেকে মোদী সরকারের নয়া বাজেট সব কিছু নিয়েই কেন্দ্র সরকারকে একহাতে নেন এই সাংসদ।