নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: মারণ করোনা ভাইরাসের কারণে থমকে গেছে ক্রীড়া জগতের সমস্ত আসর। তবে ইদানিং কালে ফুটবল ও টেনিস অল্প মাত্রায় মাঠে ফিরলেও ক্রিকেট এখনও অধরা। আশা করা যাচ্ছে, আগামী ৮ জুলাই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে আবারও মাঠে ফিরতে চলছে ক্রিকেট।
আয়োজকদের মাধ্যমে জানা গেছে,করোনাযোদ্ধাদের সম্মান জানাতে ঐ সিরিজের নাম রাখা হয়েছে ‘রেইজদ্যব্যাট সিরিজ’। সাধারণত খেলোয়াররা নিজেদের নাম লেখা জার্সি ব্যবহার করলেও বিশেষ এই সিরিজে তারা তাদের নামের পরিবর্তে ব্যবহার করবে করোনা যোদ্ধাদের নাম। নামগুলো নির্ধারণ করে দেবে স্থানীয় ক্রিকেট ক্লাবগুলো। ইংল্যান্ডের টেস্ট স্পন্সর স্পেকসেভারসই নিয়েছে এমন উদ্যোগ। এই মহামারি করোনার বিপক্ষে লড়াই করছেন চিকিৎসক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মীসহ আরও অনেকে। এ সব সাহসী যোদ্ধাদের অবদান স্মরণীয় করে রাখতে তাদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
জার্সিতে যাদের নাম থাকবে, তাদের বেশ কয়েকজনের নামও প্রকাশ করা হয়েছে। এরমধ্যে একজন ডা. বিকাশ কুমার। যিনি অবসর সময়ে কাউগেট ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। আর পেশাগত জীবনে ডার্লিংটন মেমোরিয়াল হাসপাতালের অ্যানেসথেটিকস ও ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট এমন উদ্যোগ নিয়ে বলেন, ‘যে খেলাটিকে আমরা অনেক ভালোবাসি, সেটিতেই করোনায় সাহসী যোদ্ধাদের সম্মান জানাতে আমরা উদ্যোগ নিয়েছি। কারণ কঠিন সময়ে দেশের জন্য ব্যাট ধরেছে তারা।’ তিনি আরও জানান, ‘ক্রিকেটের জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি। আশা করছি সঠিক সময়েই হবে সিরিজটি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া এমনটা সম্ভবই হতো না। সফরে আসার জন্য ক্যারিবীয়দের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ।’