নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙা: মানসাই নদীর পাড় ভাঙন অব্যাহত। শিবপুর বাজার সংলগ্ন খেয়াখাট (হাফেজ পাড়া) এলাকায় নদীর ভাঙন জোরালো এবং ভহাবয় আকার ধারন করেছে। গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে জলস্ফীতি বাড়ার সাথে সাথে আতঙ্ক গ্রাস করেছে পার্শ্ববর্তী এলাকায়। বিলীন হয়ে গেছে বিঘার পর বিঘা আবাদী জমি। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। খবর দেওয়া হয় সেচ দপ্তরকে। পরিদর্শনে আসেন মাথাভাঙ্গা ১ ব্লকের সমিষ্টি উন্নয়ন আধিকারিক সম্বল ঝা মহাশয়। উনি পরিদর্শন করে ওনার তরফ থেকে প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন।
প্রধান কমল অধিকারী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া স্থানীয় বাসিন্দাদের সব ধরনের আশ্বাস দেন। ইরিগেশন দপ্তরের আধিকারিক সুভাষ ভট্টাচার্য সরেজমিন খতিয়ে দেখেন।
এলাকার বাসিন্দা তথা গ্রাম পঞ্চায়েত শরৎ বর্মন নিজেও আতঙ্কে। রৌশন আলম, আজিজুল মিঞা সহ স্থানীয় লোকেরা চাইছেন একটি শক্ত বাঁধ। যাতে এই বিস্তীর্ণ এলাকার মানুষদের ভোগান্তির অবসান ঘটে।