নিবারণ রায়, ধুপগুড়ি: প্রবল বর্ষণের ফলে পূর্ব ডাউকিমারী সংলগ্ন এলাকায় গিলান্ডী নদীতে ভাঙ্গন দেখা যায়। ভাঙ্গনের ফলে নদী পার্শ্ববর্তী একটি গ্রামের কাঁচা রাস্তার একাংশ নদীগর্ভে চলে যায়। সেই রাস্তা ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে খুব সমস্যায় সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মিঠু চৌধুরী জানান যে, “এই রাস্তা দিয়ে পুরো একটি গ্রামের মানুষ চলাচল করে কিন্তু বর্তমানে রাস্তা ভেঙে যাওয়ায় বাসিন্দারা খুব সমস্যায় পড়েছেন, তাই দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছি।” অপর এক স্থানীয় বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে বলেছেন “যেভাবে দিনের পর দিন নদী পাড় ভেঙে এগোচ্ছে তাতে কৃষি জমি এমনকি বসতবাড়ি নদীগর্ভে চলে যেতে পারে। তাই প্রশাসন যাতে বিষয়টি খতিয়ে দেখেন তার অনুরোধ করছি।”