নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ প্রতিষ্ঠা দিবস পালিত হলো আলিপুরদুয়ারে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শহরের বিভিন্ন প্রান্তে ইস্টবেঙ্গল দলের ফ্যানক্লাব বাঙাল ব্রিগেড, আলিপুরদুয়ারের উদ্যোগে উদ্যোগে শহরজুড়ে শুরু হলো মাস্ক বিতরণ কর্মসূচী ।এছাড়াও সমক্রমনের ঝুকি এড়াতে জমায়েত না করে প্রত্যেক সদস্য নিজের বাড়িতে দলীয় পতাকা উত্তোলন করে ক্লাবের ১০০ বছর পূর্তি প্রতিষ্ঠা দিবস পালন করলেন ।
ফ্যান ক্লাবের পক্ষ থেকে দিবাংশু ঘোষ এবং বিশাল রায় শহরবাসীকে শতবর্ষের লাল-হলুদ শুভেচ্ছা জানিয়ে বলেন, সময়টা হয়তো আমাদের জন্য খুব সুখের নয় কিন্তু তাও সার্বিক ভাবে আমরা আমরা আমাদের দলের সমর্থকবন্ধু ও সাধারন মানুষের পাশে আছি । করোনা পরিস্থিতির জন্য আমরা আপাতত সমক্রমন এড়াতে কোনো অনুষ্ঠানের ঝুকি নিচ্ছি না। আমরা সকলে দলীয় পতাকা উত্তোলন করেছি নিজ নিজ জায়গা থেকে এবং পরবর্তীতে আমাদের আরও অনেক কর্মসূচী আছে যেমন শহরজুড়ে মাস্ক বিতরণ ও করোনা সচেতনতামূলক পোস্টার লাগানো হবে।”
এদিন তরুণ প্রজন্মের সাথে পতাকা উত্তোলন করেন আলিপুরদুয়ার শহরের প্রাক্তন দিকপাল ফুটবলার তথা একজন একনিষ্ঠ ইস্টবেঙ্গল সমর্থক কল্যাণ উদয় মুখার্জি এবং আরেকজন সিনিয়র ইস্টবেঙ্গল সমর্থক শিশির কান্তি ঘোষ যা খুবই উল্লেখযোগ্য ।