নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার সিরিয়ার আকাশে ইরানের যাত্রীবাহী বিমানের খুব কাছেই দুটি যুদ্ধবিমানের করা মহড়া প্রসঙ্গে মুখ খুলল জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে যে, আন্তর্জাতিক রুটে চলা প্রতিটি যাত্রীবাহী বিমানের নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে সকলকে।
গত শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি বেসামরিক যাত্রীবাহী বিমানের নিরাপত্তার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। আর বেসামরিক যাত্রীবাহী বিমানের নিরাপত্তা রক্ষা করা যে আন্তর্জাতিক সাধারণ নিয়ম, তা তিনি মনে করিয়ে দেন।
উল্লেখ্য যে, ইরানের মাহান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান তেহরান থেকে সিরিয়া হয়ে লেবাননের বেইরুতে যাওয়ার পথে দুটি যুদ্ধ বিমানের মহড়ার সম্মুখীন হয়। যার কারণে কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন।