নিউজপিডিয়া ডেস্ক, ১৫ জুন: সরষের তেলে ভেজাল মেশানোর খবর জানতে পেরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল এলাকার একটি তেল মিলে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সোমবার জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিএসপি প্রসাদ প্রধান ও কালিয়াগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি (সদর) গোবিন্দ শিকদারের নেতৃত্বে ওই মিলে অভিযান চালানো হয়। ভেজাল সন্দেহে ২৫১ টিন সরষের তেল বাজেয়াপ্ত করে কালিয়াগঞ্জ থানায় আনা হয়। তদন্তের স্বার্থে মিলটি সিল করে দেওয়ার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে।
এদিনের অভিযানে মিল থেকে নানা নামি ব্র্যান্ডের তেলের বোতল উদ্ধার করে পুলিশ। এনফোর্সমেন্ট শাখার অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত করা সরষের তেল পরীক্ষার জন্য সরকারি ল্যাবেটরিতে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ। অভিযোগ, স্বল্প মূল্যের তুষের তেলে ঝাঁঝালো রাসায়নিক মিশিয়ে তা খাঁটি সরষের তেল বলে বাজারে বিক্রির জন্য আবারও একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে কালিয়াগঞ্জে।