
দ্য থার্ড আই ডেস্ক: বিশ্বে করোনা সংক্রমণ ঠেকাতে এখনও সুনির্দিষ্ট কোনও টিকা আবিষ্কৃত হয়নি। নেই কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি। সম্প্রতি পরীক্ষামূলকভাবে টিউবারকিউলোসিস-এর টিকা ব্যাসিলাস ক্যালমেট-গ্যুয়েরিন প্রয়োগের প্রস্তাব জানিয়ে প্রশাসনের নিকট আবেদন জানায় মুম্বাইয়ের হাফকিন ইন্সটিটিউট। শুক্রবার সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে জাতীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল।
কেন্দ্রীয় মেডিক্যাল শিক্ষা ও ড্রাগ দফতরের সম্পাদক চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ”এই টিকা মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করতে বিশেষ সহায়ক ভুমিকা পালন করবে। এই কারণে কোভিড-১৯ আক্রান্ত রোগীর ক্ষেত্রে সুফল দেবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় রোগীর দেহে থাকা জীবাণু নাশ করতে লক্ষ্য করা গেছে।”
সূত্রের খবর পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রায় ৩৫ জন রোগী, যাঁদের শরীরে যথেষ্ট ও জোরালো সংক্রমণ রয়েছে। হাফকিন ইন্সটিটিউটের সেল বায়োলজি বিভাগের প্রধান ঊষা পদ্মনাভন পরীক্ষার নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে। এই পরীক্ষা চালানো হবে পুনের বি জে মেডিক্যাল কলেজ হাসপাতালে।