
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এই মুহূর্তে করোনা আতঙ্ক মানুষের মনে জাঁকিয়ে বসেছে। সঙ্কটকালীন এই সময়ে মানুষের ভরসা সাহায্য বা ত্রাণ সামগ্রী। এরই মাঝে ভয়ানক অভিযোগ উঠে এল খোদ কলকাতায়। সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, খাবার, ড্রাইফুডের প্যাকেট বিক্রি হচ্ছে। ‘টক টু মেয়র’ এ এক যুবক মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ করেন, কলকাতায় কোন কোন জায়গায় শপিংমলের মেয়াদ উত্তীর্ণ খাবার ইত্যাদি বিক্রি হচ্ছে।
এরপর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়ে জরুরি ভিত্তিতে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মেয়র। সঙ্গে সঙ্গেই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে ওই প্যাকেটজাত খাবার বাজেয়াপ্ত করে অভিযুক্তদের তদন্তের নির্দেশ দেন তিনি। মেয়রের কথায়, ‘এই সময়ে এমন মেয়াদ উত্তীর্ণ খাবার ও ওষুধ বিক্রি খুবই বিপজ্জনক। পুলিশ কমিশনারকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি।’
লকডাউনে প্রায় মাস খানেক ধরে বন্ধ থাকা বিভিন্ন শপিং মলের খাবার বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ। তবে করোনা প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা জরুরি যা এইসব খাবারে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।