নিউজপিডিয়া ডেস্ক: বিহারের বেলা রেল কারখানায় বিস্ফোরণের ঘটনায় এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র-সহ মোট ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে কারখানার শেড ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্রেনের সামনের দিকের কাঁচও ভেঙে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের কারণে নিকটবর্তী গ্রামের ২ মহিলা জ্ঞান হারান। তাছাড়া কারখানার নিকটস্থ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।
সারণ জেলার পুলিশ সুপার হরিকিশোর রাই বলেন, জল জমে থাকা একটি জায়গায় ক্রেন থেকে গরম রাসায়নিক তরল পড়ার ফলে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কারখানার এক আধিকারিক উত্তম কুমার জানিয়েছেন, ৪ জনের শরীর কিছুটা পুড়ে গেছে। তাদের মধ্যে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার প্রমোদ কুমার এবং ক্রেন অপারেটর অমিত কুমারের অবস্থা সঙ্কটজনক। পাটনার একটি বেসরকারি হাসপাতালে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুই জনকে সারণের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার এসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার ডিকে মিশ্র জানিয়েছেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে এই রেল কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ২০০৮ সালে। আর ২০১৩ সাল থেকে রেলের চাকা তৈরির কাজ শুরু হয়।