নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড দাবদাহের কারণে আগুনের গ্রাসে ক্যালিফোর্নিয়ার ২৯টি বনাঞ্চল। আগুন নেভানোর তৎপরতা দ্রুত শুরু হয়েছে। সেইসঙ্গে স্থানীয়দের নিরাপদ স্থানে সরানোর কাজও চলছে।
জানা গেছে, প্রায় ১০০ বছরের হিসেবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ক্যালিফোর্নিয়ার মোজ্যাভে মরুভূমির মৃত্যু উপত্যকায়। গত রবিবার এই অঞ্চলের ফারনেস ক্রিক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস (১৩০ ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। আর্দ্রতার পরিমাণ ৭% কমলেও প্রচন্ড দাবদাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়নি।
যদিও পর্যটকরা এই অসহ্য গরমের মাঝেই তাদের স্মৃতি ধরে রাখতে শরীর বাঁচিয়ে ঘরের বাইরে এসে সেল্ফি তুলেছেন। কিছু পর্যটক জানিয়েছেন যে, কোনও ধাতব পদার্থের সংস্পর্শে এলেই সঙ্গে সঙ্গে ত্বক পুড়ে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়া অরণ্য ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে, তীব্র দাবদাহের কারণে কমপক্ষে ২৯টি বনাঞ্চলে আগুন লেগেছে। সেই লেলিহান আগুনের গ্রাসে ইতিমধ্যে পুড়ে কালো হয়ে গিয়েছে ১লক্ষ ২০ হাজার একর জমি। আশঙ্কার কারণ হল যে, তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।
এরই মাঝে বিরাট অঞ্চলজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তীব্র তাপের কারণে সেখানকার বিদ্যুৎ সরবরাহ পরিষেবা ভেঙে পড়েছে। যার প্রভাব পড়বে প্রায় ১০ লাখ বাসিন্দাকে।