নিজস্ব সংবাদদাতা, চালসা: অতি বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইতিমধ্যেই কূর্তি, নেওড়া ও মাল নদীর জল দেখে চিন্তিত হয়ে পড়েছেন নদী সংলগ্ন বাসিন্দারা।
এবার ফের মূর্তি নদীর ভয়ঙ্কর রূপ বিপদে ফেলছে নদী সংলগ্ন এলাকাগুলিকে। বৃষ্টির জেরে নদীতে জলের স্তর বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন সেচনালাগুলি দিয়েও জল বইছে। ফলে সমস্যায় পড়েছেন মঙ্গলবাড়ির ৩০-৪০ টি পরিবার। তাদের বাড়ির উঠোন রীতিমতো ডোবায় পরিণত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান চালসার মাটিয়ালী-বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল, গ্রাম পঞ্চায়েতের সদস্যা স্বপ্না ওঁরাও, বিধায়ক প্রতিনিধি মধুসূদন শা সহ আরও অনেকে। তারা সমগ্র এলাকা পরিদর্শন করেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল জানান, “পরিস্থিতি মোকাবিলায় পঞ্চায়েতের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”