নিউজপিডিয়া ডেস্ক: মারন করোনা ভাইরাস প্রতিরোধে জারি হয় লকডাউন। সেই লকডাউনের জেরেই বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ সহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এখনও পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করার বিষয়ে নতুন কোনও নির্দেশিকা প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার। সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত ভুয়ো খবর প্রচারিত হওয়ার অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার।
গতকাল একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয় আগামী জুন মাসে সব রাজ্যের বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান চালু করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র পাল্টা টুইটে জানিয়েছেন, “মন্ত্রক এই ধরণের কোনও সিদ্ধান্ত নেয়নি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপরে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে।”
কোভিড-১৯ সংক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। ইতিমধ্যে ৩ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ দফায় লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছেন। ফলে ৩১ মে-র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার বিষয়টিও আপাতত বিষবাঁও জলে। তবে কেন্দ্রীয় প্রশাসনের তরফে এখনও এই সম্পর্কিত কোনও নির্দেশিকা জারি হয়নি।