নিউজপিডিয়া ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভুয়ো একটি শাখা চালু করার দায়ে ৩ জন গ্রেফতার হয়েছে চেন্নাইয়ের তামিলনাড়ুতে। জানা গেছে, অভিযুক্তদের একজনের বাবা-মা উভয়েই ব্যাঙ্কের প্রাক্তন কর্মী। ধৃত অপর একজন রাবার স্ট্যাম্প তৈরির ব্যবসা করেন। তৃতীয় জনের প্রিন্টিং প্রেসের ব্যবসা থেকে ব্যাঙ্কের ভুয়ো চালান, রসিদ ও অন্যান্য জাল নথি ছাপার কাজ হত।
পানরুটি থানার ইন্সপেক্টর অম্বেথকর জানিয়েছেন, ধৃত কমল বাবুর বাবা-মা উভয়েই প্রাক্তন ব্যাঙ্ককর্মী ছিলেন। তার বাবা ১০ বছর আগে মারা গেলেও তার মা অবসর গ্রহণ করেছেন দুই বছর আগে।
পানরুটিতে অবস্থিত ওই শাখাটি সম্পর্কে শাখা ম্যানেজারকে জানিয়েছিলেন এক গ্রাহক। তারপরেই তিন মাস ধরে চলা ভুয়ো এসবিআই শাখাটি ধরা পড়ে। খবর দেওয়া হয় এসবিআই-এর আঞ্চলিক দফতরেও। সেখান থেকেই পানরুটি এসবিআই শাখার ম্যানেজারকে জানানো হয় যে, স্টেট ব্যাঙ্কের মাত্র দুটি শাখা চালু রয়েছে সেখানে তৃতীয় কোনও শাখা নয়।
বিষয়টি প্রকাশ হতেই এসবিআই আধিকারিকরা সেখানে হানা দিয়ে হতবাক হয়ে যান। একটি এসবিআই শাখার একেবারে নকল করেই সেটিকে গড়ে তোলা হয়েছে। সেখান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
তাদের ভুয়ো শাখা চালু হলেও আর্থিক লেনদেন শুরু না হওয়ায় কারও টাকা আত্মসাৎ হয়নি। আদালত ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন।