নিউজপিডিয়া ডেস্ক: নিজেই তৈরি করেছিলেন ঔষধ আর নিজের তৈরি ঔষধ নিজের দেহে পরিক্ষা করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে চেন্নাই। জানা যায় মৃত ঐ ব্যক্তির নাম কে শিভানেশন(৪৭)। তিনি কোভিড-১৯ এর প্রতিকারক ঔষধের খোঁজে রিসার্চ করছিলেন পেশায় ফার্মাসিস্ট ঐ ব্যক্তি। ইন্টারনেট দেখে কোনো ফর্মুলা পেয়েছিলেন আর সেই ফর্মুলা অনুযায়ী বাজার থেকে কিনে আনেন নাইট্রিক অক্সাইড ও সোডিয়াম নাইট্রেড। এর পর এই দুইয়ের মিশ্রণে তৈরি করেন কেমিক্যাল। চেন্নাইয়ে একটি হার্বাল মেডিসিন কোম্পানিতে কর্মরত ঐ ব্যক্তি পরীক্ষামূলক ভাবে প্রমাণ করতে গিয়ে নিজে খেয়ে নেন ঐ মিশ্রণ, শুধু তাই নয় তাঁর মালিক কেও খাওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় কে শিভানেশন এর এবং তাঁর মালিক গুরুতর অসুস্থ হন। স্থানিয়রা পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌছে মালিক কে হসপিটালে ভর্তি করেন। স্থানিয় পুলিশ অশোক কুমার জানান,” ঔষধ খেয়ে ঐ ব্যক্তি তৎক্ষণাৎ মৃত্যু বরণ করেন এবং তাঁর মালিক রাজকুমারের অবস্থা বর্তমান স্থিতিশীল।” বিশ্ব জুড়ে করোনা মহামারি আকার নিয়েছে। পৃথিবীর সকল বিজ্ঞানীরা উঠে পরে লেগেছেন এর ভ্যাকসিন তৈরিতে। পরীক্ষামুলক ভাবে কিছু কিছু ঔষধের প্রয়োগ চলছে করোনা আক্রান্ত ব্যক্তিদের উপর। ভারতে এখন পর্যন্ত মৃত্যু প্রায় ২ হাজারের কাছাকাছি আর আক্রান্ত ৬০ হাজার অনেক আগেই ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনার ঔষধ আবিষ্কার করতে গিয়ে নিজের তৈরি ঔষধ নিজের দেহে প্রয়োগ করে মৃত্যু, ভারতে প্রথম।