
নিজস্ব সংবাদদাতা: করোনার জন্য সারা দেশের সাথে সাথে জলপাইগুড়ি জেলাতেও চলছে লক ডাউন,ফলে বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রেই ক্রেতার অভাবে ভুগছেন দোকানদাররা।
লক ডাউনে একদিকে যখন দেশে খেটে খাওয়া গরীব মানুষ খেতে পাচ্ছেনা তখন দাম না পেয়ে কৃষকের ফসল ফেলে দেবার খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এর থেকে দুঃখজনক আর কি বা হতে পারে। সোমবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক এর রাজারহাটে প্রচুর ফসল কৃষকরা রাস্তায় ফেলে দেয়। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রির জন্য আনলে বাজারে ক্রেতার অভাবে তারা এ কাজ করতে বাধ্য হয়। একই ভাবে কোচবিহারের মানসাই কিম্বা তোর্ষার চরে যেসব কৃষক সর্বস্ব দিয়ে তরমুজ চাষ করেছিলেন তাদেরও মাথায় হাত। কোনো পাইকার আসতে পারছেনা লকডাউন জন্য।
লকডাউনের আজ ২৭ তম দিনে তেমন করে দেশে খাদ্যের অভাব দেখা না দিলেও আগামীতে কৃষক ফসলের দাম না পেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। দীর্ঘ লকডাউন এর ফলে তখন খাদ্য সঙ্কট যে দেখা দিতে পারে তার কোনো সন্দেহ নেই।