জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ পশ্চিমবঙ্গ সরকার ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় এবং গঙ্গারামপুর মহাকুমার প্রশাসনের ব্যবস্থাপনায় বিশিষ্ট অতিথিবর্গদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গারামপুর হাইরোড সংলগ্ন ফুটবল ময়দানে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় সংগীত ও সাংস্কৃতিক উৎসবের সূচনা হল।

এদিন শোভাযাত্রার মাধ্যমে সারা শহর পরিক্রমা করা হয় যা ফুটবল ময়দানে এসে শেষ হয়। ঢাকের তালে তালে সকলেই সাংস্কৃতিক মেলার শোভাযাত্রায় পা মেলান। তারপরে সেই মঞ্চে উপস্থিত অতিথিদের বরণ করে নেন অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত সদস্যরা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট লেখক ও পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল ও রীতি সেনের সুন্দর সঞ্চলনায় অনুষ্ঠান এগিয়ে চলে।

উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, তৃণমূল জেলা চেয়ারম্যান বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, রাকেশ পন্ডিত, মৃনাল সরকার, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন, গঙ্গারামপুর মহকুমার ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল সহ অন্যান্যরা। জানা গেছে, ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩দিন প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান হবে। সেখানে আরও অনেক রকম চমক রয়েছে বলে সূত্রের খবর।
জেলায় প্রথমবার গঙ্গারামপুর শহরের ফুটবল ময়দানে দক্ষিণ দিনাজপুর জেলায় সাংস্কৃতিক সংগীত মেলা প্রথমবার হওয়ায় খুশির আবহের সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। অনুষ্ঠান প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন শহর ও জেলার আবালবৃদ্ধবনিতারা।