নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ববাড়ি থেকে বাবা ও মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার সুভাষগ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতরা হলেন বাসুদেব পণ্ডিত (৬০) ও সুনীতা পণ্ডিত (২৬)। দেহদুটি সুভাষগ্রামের সুকান্ত সরণি এলাকা থেকে সোনারপুর থানার পুলিশ উদ্ধার করেছে।
জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাই রমেশ পণ্ডিতের খোঁজ মেলেনি। পুলিশ যে দেহদুটি উদ্ধার করেছে তাতে সুনীতার গলা কাটা ছিল এবং বাসুদেবের যৌনাঙ্গ কাটা ছিল। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
নিহতের নাবালিকা এক মেয়ে জানিয়েছে, শুক্রবার রাতে মা ও দাদুকে খুন করে বাবা রমেশ পণ্ডিত। খুন করার পর স্নান করে বাড়ি ছাড়ে সে।
সোনারপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, দরজায় ভিতর থেকে খিল দিয়ে তাদেরকে খুন করা হয়। উভয়েরই যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। খুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।