নিউজপিডিয়া ডেস্ক: গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল ও হাই মাদ্রাসার রেজাল্ট। রেজাল্ট প্রকাশিত হতেই দেখা যায় প্রত্যাশা মতো রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে আবু বক্কর দালাল। তার প্রাপ্ত নাম্বার ৫৫৪/৬০০।
আলিম (মাধ্যমিক) পরীক্ষাতে আবু বক্কর দালাল রাজ্যে প্রথম হয়েছিল সেই ধারা বজায় রেখে আবার ফাজিল শীর্ষে তবে এ বছর ফাজিলে প্রথম স্থান অধিকার করেছেন দুইজন ভাগ্যক্রমে ফুরফুরা সিনিয়র মাদ্রাসার ছাত্র। একজন আবু বক্কর অপরজন উজায়ের সিদ্দিকী ফুরফুরার পীরজাদাদের পরিবারের।
আবু বক্কর-র বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত মড়ার গ্রামে। বাবা লোকমান দালাল পেশায় মুদি দোকানদার। মা রেহানা দালাল গৃহবধূ। তিন ভাইবোনের মধ্যে বড় আবু বকর। মেজ বোনের বিয়ে হয়ে গিয়েছে। ছোট বোন এবার হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তার প্রাপ্ত নম্বর ৬১০/৮০০। বাবার হালকা উপার্জন দিয়ে চলে পরিবার। তার স্বপ্ন কি? আবু বকরকে জিজ্ঞাসা করতেই চোখ দিয়ে বেরিয়ে গেল অশ্রু। তারপর বললো আমার স্বপ্ন IAS অফিসার হওয়ার কিন্তু দারিদ্রতা আমার স্বপ্নের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে।