নিউজপিডিয়া ডেস্ক: আর মাত্র কয়েক দিন পর বহুল প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপূজা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তাঁর আগেই সেখানে হানা দিল মানব শত্রু প্রাণঘাতী করোনা ভাইরাস। জানা গেছে, সেখানে রাম মন্দিরের ভূমিপূজা উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই আপাতত অস্থায়ী মন্দিরের যে পাঁচ পুরোহিত আছেন, তার মধ্যে একজনের করোনা ধরা পড়েছে।
পাশাপাশি রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৫ পুলিশ কর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে বাকিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ৫ অগস্টের ভুমিপূজার মতো ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হওয়ার জন্য অযোধ্যায় জড়ো না হওয়ার জন্য ভক্ত ও পূর্ণ্যার্থীদের অনুরোধ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র।
আগামী পাঁচ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী সহ অনেক বিশিষ্ট ব্যক্তি। আমন্ত্রণ করা হয়েছে মুকেশ আম্বানি, গৌতম আদানি সহ প্রথম সারির শিল্পপতিদের। থাকবেন ধর্মীয় গুরুরা। সব মিলিয়ে ২৫০ জনের এই অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি।
এই অবস্থায় ৫ অগস্টের অনুষ্ঠানের ওপর বড় প্রশ্নচিহ্ন উঠে গেল, বিশেষত সেখানে যেখানে প্রধানমন্ত্রী আসছেন। সুপ্রিম কোর্টের রায়ে গত বছর অযোধ্যায় রাম মন্দির বানানোর সবুজ সঙ্কেত মেলে। তারপরেই দীর্ঘ প্রস্তুতির পর ৫ অগস্ট থেকে কাজ শুরু করার জন্য প্রস্তুত হচ্ছিলেন উদ্যোক্তারা। কিন্তু এখানেও পড়ল করোনার করাল ছায়া।