নিউজপিডিয়া ডেস্কঃ ফেলে শহরে আগ্নিকান্ড। বড় বাজারে স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন লাগে। স্ট্র্যান্ড রোডে বহুতলের ১৩ তলায়, পূর্ব রেলের সদর কার্যালয়ে আগুন লেগেছে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে পৌঁছেছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও।
চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশনের অফিস ১৩ তলায়। বহুতলে আগুন কীভাবে লাগল, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, অফিসের কোনও দাহ্য পদার্থ থেকেই আগুন লেগেছে। বিল্ডিং এর ১৩ তলায় আগুন লাগায় দমকল কর্মীদের হিমশিম খেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। তার উপরে বাইরের হাওয়াতেও আগুন ক্রমশ অনেক ছড়িয়ে পড়তে থাকে। আগুন নেভাতে হাইড্রলিক ল্যাডার এনে তা নিয়ন্ত্রণে আনতে হয়। ভয়াবহ আগুনের জেরে রেল দপ্তরের বহু নথিও পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়ায় স্ট্যান্ড রোডেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।